আলমডাঙ্গায় গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ী আটক
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১১, ২০২৩
70
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা বড়গাংনী তদন্ত কেন্দ্রের পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ চিতলা গ্রামের দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে। ১০ মার্চ শুক্রবার দুপুরে চিৎলা গ্রামে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার চিৎলা গ্রামের মৃত ফয়জদ্দিনের ছেলে আব্দুর রহিম(৪২) ও একই গ্রামের জলিল বিশ^াসের ছেলে খলিল(৫০) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য গাঁজা সেবন ও বিক্রয় করে আসছে। ১০ মার্চ শুক্রবার দুপুরে আলমডাঙ্গা বড় গাংনী তদন্ত কেন্দ্রের এএআই বাদশা আলমগীর সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।
এসময় তারা দৌড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ তাদেরকে আটক করে। আটকের পর রহিমের বাড়ি থেকে ৩শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ খবর