আলমডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালন
"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন" এ ¯স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। ৮মার্চ দিনটি উপলক্ষে বিকাল তিনটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার(অ:দ:) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষক সান্তনা খাতুন, প্রশিক্ষণার্থী বিসুকা মজুমদার, মাসুরা খাতুন প্রমুখ।