আলমডাঙ্গা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে ঐতিহাসিক ৭ মার্চ পালন
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, আলমডাঙ্গা সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে নানা কর্মসূচী পালন করেছে। সকাল সাড়ে ৯ টায় আলমডাঙ্গা উপজেলা মঞ্চ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অ:দ:) ও সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, ৭০“র অগ্নি সেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জকু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, অতিরিক্ত কুষি অফিসার রেহেনা পারভীন, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাাহার আখিঁ,
পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহীনা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর জামাল হোসেন, মেহেরপুর পল্লি বিদ্যুতের আলমডাঙ্গা জোনাল অফিসের এজিএম কম শামীম হেসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৗস, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, তথ্য কর্মকর্তা ¯স্নিগ্ধা দাস,
উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিবুজ্জামান প্রমুখ। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।