নানা আয়োজনে আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ মার্চ পালন
নানা আয়োজনে আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা অ্যাড. মোখলেছুর রহমান, সিরাজুল ইসলাম, আব্দুল মালেক, যুবলীগ নেতা আহসান উল্লাহ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে কাউন্সলর খন্দকার মজিবুল ইসলাম, জাহাঙ্গীর আলম, দিনেশ কুমার, সাইরাজ মেহেদী লাবলু, শ্রমিকলীগ নেতা আব্দুল কুদ্দুস, সাহাবুল ইসলাম।
উপজেলা মহিলালীগ নেত্রী সাহিদা ইসলাম, পৌর মহিলালীগ নেত্রী রাবিয়া খাতুন, পৌর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ডালিম রাণী, মহিলালীগ নেত্রী পাপিয়া, জাহানারা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, আব্দুল্লাহ আল সাকিব, জজ, মশিউর, যুবলীগ নেতা সৈকত খান, মিরাজুল ইসলাম রঞ্জু প্রমুখ।