আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ শুক্রবার বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফাহিম ফয়সাল সায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম দিপু। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদশা।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইউনুস আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক ডা. আনিসুর রহমান, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগ নেতা রাকিব আহমেদ রকি, আসিফ ইকবাল অটল, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব, সোহানুর রহমান।
ছাত্রলীগ নেতা রনির উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা আরিফুল ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা পলাশ, আসিফ, শিহাব, জুবায়ের, রিহাদ, রানা, সাবিত, ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসান, সাকিব, মনির, সায়েম, আলমাস, মিলন, শান্ত, আকাশ, জীবন, ইমন, অন্তর, শিতল, মাসুমসহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ।