আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ
আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। এ দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৬ই মার্চ অনুষ্ঠিত হবে। ২৮ ফেব্রæয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা এম, এ, জি মোস্তফা ফেরদৌস প্রার্থীদের মাঝে এ প্রতিক ঘোষনা করেন। দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে প্রতীক সংক্রান্ত আলোচনা শেষে প্রথমে ২টি ইউনিয়ন পরিষদের ১২ জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেওয়া হয়।
নগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন চেয়ারমান প্রার্থী ৯জন। এরমধ্যে আওয়ামীলীগ দলীয় মনোনিত চেয়ারম্যান প্রার্থী ভেদামারি গ্রামের হায়াত আলী (নৌকা প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাগদাহ গ্রামের মোহাম্মদ এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল ( চশমা প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খেজুরতলা গ্রামের দারুস সালাম ( মটর সাইকেল প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভেদামারি গ্রামের প্রভাষক আবুল হোসেন (টেবিল ফ্যান প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাগদাহ পূর্বপাড়ার গ্রামের আলমগীর হোসেন (রজনীগন্ধা প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোড়গাছা গ্রামের মিশর আলী (টেলিফোন প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোড়গাছা গ্রামের হাবিবুল্লাহ ( আনারস প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বলিয়ারপুর গ্রামের আতিকুর রহমান (ঘোড়া প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাপুর গ্রামের আওয়ালুজ্জামান ((আটো রিক্সা প্রতীক)।
আইলহাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন চেয়ারমান প্রার্থী ৩ জন। এরমধ্যে আওয়ামীলীগ দলীয় মনোনিত প্রার্থী টাকপাড়া গ্রামের জাহিদুল ইসলাম বাদল (নৌকা প্রতিক) , স্বতন্ত্র প্রার্থী বলেশ^রপুর গ্রামের মিনাজ উদ্দিন বিশ্বাস (চশমা প্রতিক ), স্বতন্ত্র প্রার্থী ঘোলদাড়ী গ্রামের মোহাম্মদ বিল্লাল গনি (আনারস প্রতিক)।
এই ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচেন সংরক্ষিত আসনের মহিলা ২৩ জন ও সাধারন সদস্য ৫১ জন প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্ধ দেওয়া হয়।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা এম, এ, জি মোস্তফা ফেরদৌস বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১৬ মার্চ আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ও আইলহাস ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতাসহ ও সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানান।