আলমডাঙ্গায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহিলা আওয়ামীলীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আলমডাঙ্গায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, র্যালি ও সন্ধ্যায় কেক কেটে মহিলা আওয়ামীলীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
কেক কাটা শেষে আলোচনা সভায় আলমডাঙ্গা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাহিদা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, পৌর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ডালিম রানী, জেলা পরিষদের সাবেক সদস্য কাজল রেখা ।
পৌর সভানেত্রী রাবিয়া খাতুনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগ নেত্রী শাকিলা খাতুন, জাহানারা, সালেহা, ফিরোজা, রেহেনা, পাপিয়া, শাহানাজ, আদরী, প্রমুখ।