আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আলমডাঙ্গার জনপ্রিয় নেতা আব্দুল জব্বার
দলীয় কর্মসূচী (পদযাত্রা) পালনকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাওয়া আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারকে জানাযা শেষে দারুস সালাম কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় বহু সংখ্যক মানুষের সমাগম ঘটে।
২৬ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১ টায় আলমডাঙ্গা দারুস সালাম ময়দানে জানাযা অনুষ্ঠিত হয়। আনন্দধাম জামে মসজিদের ইমাম ইমাদুল হক জানাযার নামাজে ইমামতি করেন। তারপূর্বে উপস্থিত দলীয় নেতাকর্মী, স্বজন ও বিশিষ্ট ব্যক্তিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু, জেলা বিএনপির সদস্য আব্দুল জব্বার সোনা, এ্যাড, ওয়াহিদুজ্জামান বুলা, আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ¦ মীর মহিউদ্দিন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, শহিদুল ইসলাম রতন, এ্যাড, আব্দুর রউফ, এ্যাড, শামীম মাহমুদ রেজা ডালিম, জাসাস সাধারন সম্পাদক সেলিম রেজা, জেলা স্বেচ্চাসেবকদলের সভাপতি শফিকুল ইসলাম পিকু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ সাইফুল ইসলাম।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, জামায়াত নেতা এ্যাড, মসলেম উদ্দিন, এমদাদুল হক ডাবু, জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রোকন, এসকে সাদিক, উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন হক মিলন, সাধারন সম্পাদক কামাল হোসেন, বণিক সমিতির সাবেক সভাপতি মকবুল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মমিনুর রহমান মালিথা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলি আজগর সাচ্চু, ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, আইলহাঁস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিনাজ উদ্দিন, আসিফ জাহান, উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান শুভ, মহাবুল মাস্টার।
গত শনিবার বিকেলে বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন আব্দুল জব্বার বাবলু (ইন্না লিল্লাহি রাজিউন)। শনিবার বিকেল ৪ টার দিক চুয়াডাঙ্গায় জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচীতে অংশ নিয়েছিলেন তিনি। এ পদযাত্রা চলাকালীন তিনি অসুস্থ হয়ে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। দ্রæত উদ্ধার করে চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি ইতোপূর্বে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। ছিলেন ডায়াবেটিসে আক্তান্ত।
এলাকায় তিনি মিষ্টভাষী ও অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এক সময় উপজেলার ডাউকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন(১৯৯৮ - ২০০৩)।
প্রয়াত আব্দুল জব্বার আলমডাঙ্গা কলেজপাড়ার মৃত রইচ উদ্দীন মিয়ার বড় ছেলে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং -এ অনার্স মাস্টার্স শেষ করে তিনি প্রথমে ব্র্যাকের শিক্ষা কর্মসূচীতে যোগ দেন। অল্প কিছুদিন পর সিদ্ধান্ত পরিবর্তন করেন। ৮০ দশকে ফিরে আসেন সার্বক্ষণিক রাজনীতিতে। ব্যক্তিত্ব, শিক্ষা ও মুখের সুমধুর কথাবার্তায় অল্পদিনেই তিনি জাতীয়তাবাদী দলে নিজের অবস্থান দৃঢ় করে নেন। তার বলিষ্ঠ রাজনৈতিক কর্মকান্ডে অনুপ্রাণিত হয়েছে এতদাঞ্চলের জাতীয়তাবাদী শক্তির তরুণ প্রজন্ম।
আমৃত্যু রাজনীতিতে সক্রীয় ভুমিকা রেখেছিলেন। অত্যন্ত সামাজিক ব্যক্তি ছিলেন। উচ্চ শিক্ষিত এই রাজনীতিবিদের দূরদর্শিতা, হৃদ্যতাপূর্ণ, স্নিগ্ধ ও মধুর কথাবার্তা, সর্বপরি বিষ্ময়কর সাংগঠনিক দক্ষতা তাকে রাজনীতিতে অনন্য করে তুলেছিল।
তাঁর মৃত্যু সংবাদে শোকে ভেঙ্গে পড়েন দলীয় নেতাকর্মি ও রাজনৈতিক সহকর্মীরা। ডুকরে ডুকরে কাঁদেন অনেকে। শোকে মূহ্যমান হয়ে পড়েন সকলে। বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়েছে।