হারদী হাসপাতালে দূর্ঘটনায় ক্ষতবিক্ষত এক মহিলার ঠিকানা পাওয়া যায়নি
বাড়াদী প্রতিনিধিঃ আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারদী হাসপাতালে পড়ে আছে দূর্ঘটনায় ক্ষতবিক্ষত অজ্ঞাত এক মহিলা।
জানা গেছে গতকাল বুধবার রাত ৮ টার দিকে আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া রোডের বৈদ্যনাথপুর বাজারে অদুরে এক মহিলা পড়ে আছে রাস্তায়। এটা শোনার পর উৎসুক জনতা ছুটে গিয়ে দেখে মহিলাটি এখনো বেছে আছে এ সময় দ্রুত উদ্ধার করে স্থানীয়রা হারদী হাসপাতালে নিয় আসে।
এ সময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলেও ডাক্তার জানিয়েছে রোগীর মাথায় বড় আঘাত হয়েছে সাথে পায়ের অবস্থা খুব খারাপ বাকিটা টেস্টের পরে জানা যাবে।
খবরটি জানার পর স্থানীয় পুলিশের কর্মকর্তার আসার সংবাদ জানা গেছে।
তবে এই খবর লেখা পর্যন্ত এই মহিলার কোন ঠিকানা পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে এ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বৈদ্যনাথপুর বাজার পাড়ার সোহান জানায় আমরা বিষয়টি শোনার পর দোকান থেকে দৈড়ে গিয়ে দেখি মহিলাটি পড়ে আছে এসময় পাখিভ্যনে করে হাসপাতালে নিয়ে আসি আমরা এখন পর্যন্ত তার ঠিকানা জানতে পারিনি।