মহান শহীদ দিবস উপলক্ষে আলমডাঙ্গা শহীদ মিনার চত্বরে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃতি অনুষ্ঠানের আয়োজন
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রত্যূষে আলমডাঙ্গা শহীদ মিনারে পুষ্পমাল্যার্পণ, প্রভাতফেরি ও শহীদ মিনার চত্বরে আলোচনানুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন ও আবৃতি অনুষ্ঠানের আয়োজন হয়। প্রত্যূষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আলমডাঙ্গা থানা প্রশাসন, আলমডাঙ্গা সরকারী কলেজ, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ, আলমডাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এরশাদপুর একাডেমী, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাইট মডেল স্কুল, আলমডাঙ্গা একাডেমী, আলমডাঙ্গা প্রি ক্যাডেট, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুল, শিশু নিকেতন, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি ও মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ প্রভাতফেরিসহ পুষ্পমাল্য অর্পণ করে। অন্যদিকে, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচলিয়া মাধ্যমিক বিদ্যালয়, হারদী মীর শামসুদ্দিন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে দিনটি নানা কর্মসূচী পালনের খবর জানা গেছে।
আলমডাঙ্গা শহীদ মিনারে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজি মারজাহান নিতু, সহকারী কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ৭১“র অগ্নিসেনা মইন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডাঃ হাদী জিয়াউদ্দিন আহম্মেদ সাঈদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসারন অফিসার সোহেল রানা, অতিরিক্ত কুষি অফিসার রেহেনা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, একাডেমি সুপার ভাইজার ইমরুল হক, উপজেলা মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আখি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, উপজেলা রিসোর্স ইন্সটেক্টর জামাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত। সাংস্কৃৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, আলইকরা মডেল স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন প্রমুখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা শেষে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এদিকে দুপুরে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা মডেল রিসোর্স সেন্টারে আলোচনা সভায় ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম ও এরশাদপুর জামে মসজিদের খতিব হাজী মো: আবুল বাশার, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার হাফেজ মাওলানা ওমর ফারুক, মাসাবা সেবক আব্দুর রহিম। ফিল্ড সুপার ভাইজার আক্তারুজ্জামানের উপস্থাপনায় দোয়া পরিচালনা করেন গোবিন্দপুর আদদীন জামে মসজিদের সহজ কুরআন শিক্ষক হাফেজ মো: মারফত আলী।