নিমগ্ন পাঠাগারে 'ইসলামের আলোকে ভাষার বিশুদ্ধতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আলমডাঙ্গায় 'ইসলামের আলোকে ভাষার বিশুদ্ধতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. বিকেলে বুনিয়াদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। শুরুতে কুরআন কারীম থেকে তিলাওয়াত করেন মোঃ জিহাদ হোসেন। এরপর একুশের কবিতা আবৃত্তি করেন ফাহমিদ ফয়সাল নাঈম এবং বুনিয়াদের পক্ষে স্বগত বক্তব্য প্রদান করেন মোঃ মাহফুজ হোসেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিমগ্ন পাঠাগারে আয়োজিত এ সেমিনারে আলোচনা রাখেন আনন্দধাম মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল হক এবং দারুল ইসলাম নুরানী মাদরাসার শিক্ষক ইকরামুল হক। বক্তারা ইসলামে ভাষার বিশুদ্ধতার প্রয়োজনীয়তা এবং বাংলাধ্বনির উচ্চারণরীতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
সাফিদ মাসাউদ মাফির সঞ্চালনায় সেমিনারিতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ একাডেমির আমীনুত তালীম হাফেজ আব্দুর রহমান, মাওলানা নাহিদ হাসান, কাজল আহমেদ, নাদিউজ্জামান খান রিজভী, মিনহাজুল আবেদীন আফ্রিদি-সহ বুনিয়াদের সদস্যবৃন্দ।