কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার জিয়াউল হক হিরা আর নেই
কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার জিয়াউল হক হিরা শেষাবধি হেরে গেলেন মরণব্যাধির কাছে। ব্রেন টিউমারের চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়ার বাড়িতে তিনি গতকাল ১৮ ফেব্রুয়ারি দুপুরে মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি --রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৮) বছর। তিনি গত ৭/৮ বছর ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
জিয়াউল হক হিরা আলমডাঙ্গা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত আব্দুর রহমানের ছেলে ও আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এক সময়ের জনপ্রিয় শিক্ষক প্রয়াত মোজাম্মেল হকের জামাই। তিনি বর্তমানে কুষ্টিয়া শহরের হাউজিং - বসবাস করতেন। পৈতৃক বাড়ি মিরপুর উপজেলার হালসা গ্রামের।
সুদর্শন হিরা অত্যন্ত জনপ্রিয় শিক্ষক ছিলেন। ছিলেন ভদ্র ও বন্ধুবৎসল। মার্জিত আচরণ তাঁর মননশীলতার পরিচয় জ্ঞাপন করতো। ব্যক্তি জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।