খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল ফিরে পেলেন দলীয় পরিচয়
আলমডাঙ্গার খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল ফিরে পেলেন দলীয় পদ। এ বিষয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের কর্তৃক স্বাক্ষরিত নোটিশ প্রদান করা হয়ে।
দলীয় মনোনয়ন না পেলেও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করেন তাফসির আহমেদ লাল। ওই ঘটনায় তাফসির আহমেদ লালকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক পদ পদবী থেকে বহিষ্কার হয়।
ওই নির্বাচনে তাফসির আহমেদ লাল বিজয়ী হন। পরবর্তীতে তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করায় কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছে লিখিতভাবে ক্ষমা চান। এবং ভবিষ্যতে এ ধরণের আচরণ করবেন না বলেও প্রতিশ্রæতি দেন।
গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভায় বিদ্রোহীদের ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে মোতাবেক ভবিষ্যতে দলের শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থ বিরোধী কর্মকান্ড না করার শর্তে তাকে ক্ষমা করা হয়েছে। গত ১৬ ফেব্রæয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরে স্বাক্ষরিত ওই নোটিশ প্রদান করা হয়েছে ।