আলমডাঙ্গায় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী রাজন আলী আটক
আলমডাঙ্গা মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ সোনাতনপুর গ্রামের মাদক ব্যবসায়ী রাজন আলীকে আটক করেছে। ১৮ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ নতিডাঙ্গা সড়কের মধুখালী মাঠ থেকে তাকে আটক করে।
জানাগেছে, উপজেলার জেহালা ইউনিয়নের সোতনপুর গ্রামের মুনসুর আলীর ছেলে রাজন আলী(২৭) দীর্ঘদিন ধরে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে। সে বিভিন্ন জায়গা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট কিনে নিয়ে এসে এলাকায় খুচরা ও পাইকারি বিক্রয় করে। শনিবার সন্ধ্যায় রাজন আলী ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বিক্রয় করতে যাচ্ছে এমন সংবাদ পান মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ। ক্যাম্প ইনচার্জ এসআই তাপস সরকার, এএসআই শিপন মিয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মধুখালী মাঠে অবস্থান নেন। এসময় রাজন আলীর মোটরসাইকেলের গতিরোধ করে তাকে তল্লাশি করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
পরে তাকে তার লাল কালো রংয়ের পালসার মোটরসাইকেলসহ আটক করে নিয়ে আসে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।