আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রæয়ারী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাবেক নির্বাহী সদস্য শাহ আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমার অরুন, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, তরিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু,
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামীম, আব্দুল মালেক, আব্দুর রাজ্জাক, আইনাল হক, বাবলু, মকবুল, শহিদুল ইসলাম লাল্টু, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, আব্দুল কুদ্দুস, তোফাজ্জেল হোসেন, আব্দুল হান্নান মাস্টার, পৌর মহিলালীগ সভানেত্রী রাবেয়া খাতুন, উপজেলা যুবমহিলালীগ নেত্রী মনিরা খাতুন, পৌর যুবমহিলালীগ নেত্রী রিনা খাতুন, যুবলীগ নেতা সৈকত খান, রঞ্জু, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, আব্দুল্লাহ আল সাকিব, সজিব হোসেন, টিটন প্রমুখ।