ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩“র আওতায় আলমডাঙ্গায় ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩“র আওতায় ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ৮ টি দলের মধ্যে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে ১৬ ফেব্রæয়ারি বৃহস্পতিবার বিকেলে পুরুস্কার তুলে দেয়া হয়। ৮ দলের খেলা শেষে বিকেল ৩ টায় আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলীম মাদ্রাসা দল ও ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় দল ফাইনালে মুখোমুখি হয়। ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় দলের অধিনায়ক সপ্তম শ্রেনীতে পড়ুয়া বিস্ময় বালক আব্দুল্লাহ'র নৈপুণ্যে ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় সিদ্দিকিয়া আলীম মাদ্রাসা। ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় দলের অধিনায়ক সেরা টুর্নামেন্টের পুরুস্কারও জিতে নেয়।
আলমডাঙ্গা এটিম মাঠে আয়োজিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন ও ক্রীড়া ব্যক্তিত্ব শরিফুল ইসলাম, সাংবাদিক ফিরোজ ইফতেখার। ক্রীড়া কর্মসূচীর সার্বিক ব্যাবস্থাপনার দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া শিক্ষক এসোসিয়েশনের সভাপতি মহাম্মদ আলী সিদ্দিকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলীম মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মহসিন কামাল, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুস সালাম, ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু শামা প্রমুখ।