আলমডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩“র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
আলমডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩“র ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিক্তি কুইজ ও কাবিং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ১৪ ফেব্রুয়ারী শুরু হওয়া শিক্ষা পদক প্রতিযোগিতার ১৫ ফেব্রুয়ারি পুরস্কার করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় তিনি বলেন, প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাসহ নানা বিষয়ে প্রতিযোগিতামুলক অনুষ্ঠানে অংশগ্রহন করাতে হবে। প্রাথমিক শিক্ষাই শিক্ষার মূলভিত্তি এবং এ ভিত্তির উপরই প্রতিষ্ঠিত হয় পরবর্তী শিক্ষা জীবন। এজন্যই প্রত্যেক শিক্ষার্থীকে সেই ভাবে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, সহকারি শিক্ষা অফিসার আশরাফ আলম, শামিম সুলতান, হুমায়ন কবীর, রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা।
সহকারি শিক্ষা অফিসার জিএম কামালের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি রেফাউল হক, সাধারন সম্পাদক আশরাফুল আলম, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, হারেছ উদ্দিন, এনামুল হক, জাকির হোসেন, মফিজুর রহমান, সহকারি শিক্ষক মোল্লা ফেরদৌস রিজভী, হাফিজুর রহমান, রেহেনা পারভীন, আব্দুল মজিদ প্রমুখ।