আলমডাঙ্গা থানা পুলিশের জুয়া বিরোধী অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ জুয়া বিরোধী অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জনকে গ্রেফতার করেছে। ১৫ ফেব্রুয়ারি রাতে শহরের নতুন বাস স্টান্ডে একটি দোকানে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেয়তার করে নিয়ে আসে।
জানাগেছে, পৌর এলাকার গোবিন্দপুর নতুন বাস স্টান্ড সংলগ্ন রায়হান উদ্দিনের মুদি দোকানে জুয়া খেলা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নওদা বন্ডবিল গ্রামের হাসিবুল ইসলামের ছেলে মানজারুল(৩৫), একই গ্রামের মজিবর রহমানের ছেলে রাজু(২৮), মৃত ঠান্ডুর ছেলে সজল(২২), আতিয়ার রহমানের ছেলে তুহিন(২৫), আমজেদ আলীর ছেলে সাইফুল ইসলাম(৩৫), গোবিন্দপুর গ্রামের মৃত গণির ছেলে রাসেল(২৩), একই গ্রামের ওহেদ আলীর ছেলে ফারুক(৩২) ও মৃত জুর আলীর ছেলে মামুন হোসেন (৩৩)কে গ্রেফতার করেন।
এসময় তাদের জুয়ার বোর্ড থেকে নগদ ৪ হাজার ২শ ৫০টাকা ও জুয়া খেলা সরঞ্জম উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় বঙ্গীয় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।