এমপি ছেলুনকে সংবর্ধনা দিল বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার নবগঠিত কমিটি
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে চুয়াডাঙ্গা- ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে ।
১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের বাসভবনে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মীর মহি উদ্দিন, সাধারন সম্পাদক হাজী আকবার আলী, সহ-সভাপতি শ্যাম সুন্দর আগরওয়ালা, সহ-সম্পাদক হাজী মজিবর রহমান, মোসাবুল ইসলাম, হাজী হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক হাজী শামসুল আলম, সদস্য উম্মাদ আলী জোয়ার্দ্দার, সাঈদ হাসান, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, শাহ আলম, হাজী জনির উদ্দিন, হাজী আব্দুল বারী প্রমুখ।
এ সময় এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, এ সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আপনাদের মনে রাখতে হবে কৃষকের কোন রকম অসুবিধা যাতে না হয়। সার পেতে যেন কোন হয়রানি না হতে হয়।