আলমডাঙ্গা ফরিদপুর গ্রামের মন্ডল প্রধান মরহুম আ,ফ,ম সিরাজ সামজীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া
আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ফরিদপুর গ্রামের মন্ডল প্রধান মরহুম আ,ফ,ম সিরাজ সামজীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারী বাদ আছর ফরিদপুর স্কুলপাড়ায় ৫ গ্রাম মন্ডল প্রধানী কমিটির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ফরিদপুর স্কুলপাড়া জামে মসজিদের ঈমাম শহিদুল হক। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ৫ গ্রাম মন্ডল প্রধানী কমিটির সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিদযোদ্ধা এম সবেদ আলী, সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, মন্ডল প্রধানী জুড়োন মন্ডল, সিতাব আলী মন্ডল, রিকাত আলী মন্ডল, গিয়অস মন্ডল, রবেল মন্ডল, মানোয়ার মন্ডল, আবু সিদ্দীক খান, পলান মন্ডল, ইমদাদুল হক মন্ডল, সোহরাব হোসেন, মনির উদ্দিন, মান্নান মন্ডল, মওলা বক্স, রাসেল মন্ডল, আজিজুল মন্ডল, পুটে মন্ডল, শাহাজ হোসেন, রাজ্জাক আলী প্রমুখ।
উল্লেখ্য: ২২ জানুয়ারি সকাল ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। আ,ফ,ম সিরাজ সামজী আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।