আলমডাঙ্গার আসাননগর গ্রামে চার বছরের শিশু কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার
আলমডাঙ্গার আসাননগর গ্রামে চার বছরের শিশু কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় বাড়ির ভেতর খেলতে আসা প্রতিবেশী শিশুকে ধর্ষনের চেষ্টা করেন ওই বৃদ্ধ। এ সময় হাতেনাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় প্রতিবেশীরা।
জানা গেছে, আসাননগর গ্রামের মৃত মফেল মন্ডলের ছেলে বয়োবৃদ্ধ মোজাম এরকম অশালীন কর্মের জন্য গ্রামে নিন্দিত। এর আগেও গ্রামে তার বিরুদ্ধে একাধিক শিশুর শ্লীলতাহানীর অভিযোগ রয়েছে।
গতকাল সন্ধ্যার আগে প্রতিবেশীর চার বছরের কন্যা খেলতে খেলতে মোজামের বাড়ির ভেতর ঢুকে যায়। এ সময় নির্জন বাড়িতে একা পেয়ে মোজাম মেয়েটিকে ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করতে থাকেন। বৃদ্ধের কবল থেকে বাঁচতে মেয়েটি চিৎকার করতে থাকে। ঠিক তখনই মেয়ের বাবা হলুদ মিলের মিস্ত্রী কাজ শেষে বাড়িতে ঢুকতে মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পান।
তিনি ওই বাড়িতে ঢুকে বৃদ্ধের কবল থেকে মেয়েটিকে উদ্ধার করেন। এ সময় প্রতিবেশীরা মোজামকে মারধর করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মোজামকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে থানায় ধর্ষন চেষ্টার মামলা করেছেন।