৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা মহেশপুর গ্রামে আগুনে ঘর পুড়ে যাওয়া দুই পরিবারের মধ্যে অর্থ সহায়তার চেক বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১৪, ২০২৩
99
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা মহেশপুর গ্রামে আগুনে ঘর পুড়ে যাওয়া দুই পরিবারের মধ্যে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গত প্রায় ২ মাস আগে গভীর রাতে আগুনে মহেশপুর গ্রামের আমিরুল ইসলাম ও শাহিনের ঘর পুড়ে যায়। ১৩ ফেব্রæয়ারী দুটি পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহায়তার চেক প্রদান করা হয়।


জানাগেছে, উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের দিনমুজুর আমিরুল ইসলাম ও শাহিনের ঘরে গভীর রাতে আগুন ধরে যায়। আগুনের তাপে দুটি পরিবারের ঘুম ভেঙ্গে যায়। আলমডাঙ্গার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুনে দুটি পরিবারের পরনের কাপড় ছাড়া ঘরের সমস্ত মালামাল ও পোশাক পুড়ে ছাই হয়ে যায়।

পরে দুটি পরিবারের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রান মন্ত্রনালয়ের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক আগুনে পুড়া দিন মুজুরের বাড়ি পরিদর্শন করেন। গতকাল ১৩ ফেব্রæয়ারি দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রদান করা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক আগুনে ক্ষতিগ্রস্ত আমিরুল ও শাহিনের মা নাজিরা খাতুনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram