আলমডাঙ্গা মহেশপুর গ্রামে আগুনে ঘর পুড়ে যাওয়া দুই পরিবারের মধ্যে অর্থ সহায়তার চেক বিতরণ
আলমডাঙ্গা মহেশপুর গ্রামে আগুনে ঘর পুড়ে যাওয়া দুই পরিবারের মধ্যে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গত প্রায় ২ মাস আগে গভীর রাতে আগুনে মহেশপুর গ্রামের আমিরুল ইসলাম ও শাহিনের ঘর পুড়ে যায়। ১৩ ফেব্রæয়ারী দুটি পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহায়তার চেক প্রদান করা হয়।
জানাগেছে, উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের দিনমুজুর আমিরুল ইসলাম ও শাহিনের ঘরে গভীর রাতে আগুন ধরে যায়। আগুনের তাপে দুটি পরিবারের ঘুম ভেঙ্গে যায়। আলমডাঙ্গার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুনে দুটি পরিবারের পরনের কাপড় ছাড়া ঘরের সমস্ত মালামাল ও পোশাক পুড়ে ছাই হয়ে যায়।
পরে দুটি পরিবারের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রান মন্ত্রনালয়ের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক আগুনে পুড়া দিন মুজুরের বাড়ি পরিদর্শন করেন। গতকাল ১৩ ফেব্রæয়ারি দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রদান করা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক আগুনে ক্ষতিগ্রস্ত আমিরুল ও শাহিনের মা নাজিরা খাতুনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।