আলমডাঙ্গায় কৃষি অধিদপ্তর আয়োজিত তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
আলমডাঙ্গা উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী করা হয়েছে। ৭ ফেব্রুয়ারী ২০২২-২৩ অর্থ বছরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধনী)“র আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ¦ মীর মহি উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ৭০“র অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূর মোহাম্মদ জক, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সরোওয়ার্দী।
স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত কৃষি অফিসার রেহানা পারভীন। কৃষি সম্প্রসারন অফিসার সোহেল রানার উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিসিআইসি সার ডিলার শাহ আলম, আসিফ নূও তানিম, আশরাফুল হক সাবদার, উম্মাদ আলী, উপজেলা বিএডিসি বীজ সভাপতি শেখ আব্দুর জব্বার, খাসকররা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিল্লাল গণি, কমলা চাষী আশাবুল হক রাশেদ, ফুল চাষী লালন, কৃষক রফিকুল ইসলাম, মাশরুম চাষী জিহাদসহ কৃষক ও কৃষি অফিসের সকল অফিসার প্রমুখ।