খেলাফত মজলিস আলমডাঙ্গা পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
দিনে সূর্যের তাপ থাকলেও রাত গভীর হওয়ার সাথে শীতের মাত্রাও বেড়ে যাচ্ছে। যে কারণে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শ্রমজীবী ও খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছে। অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের শীত নিবারনের জন্য খেলাফত মজলিস আলমডাঙ্গা পৌর শাখা শীতবস্ত্র বিতরণ করেছেন। ৭ ফেব্রুয়ারি “ খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন” এ ¯স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা গোবিন্দপুর প্রধান জামে মসজিদ চত্তরে এ শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পৌর শাখা খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ জাকারিয়া হাবিবের সভাপতিত্তে¡ প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যাংকার সিরাজুল ইসলাম, বাড়াদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।
খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আনিসুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা শাখার সাধারন সম্পাদক মতিয়ার রহমান, এলজিইডির কার্যসহকারী শফি উদ্দিন, কুমারী ইউনিয়ন সভাপতি আজিবার ররহমান, উপজেলা শ্রমিক মজলিসের সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা ছাত্র মজলিসের সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।