৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবসের আলোচনাসভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ৫, ২০২৩
84
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি রবিবার বাদ ইশা এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মানব সমাজে পাঠাগারের প্রয়োজনীয়তা, পাঠক ও পাঠাভ্যাস বৃদ্ধিতে পাঠাগারের ভূমিকা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় অংশ নেন নিমগ্ন পাঠাগারের প্রতিষ্ঠাতা মাহফুজুল হক দীপু, দারুস সুন্নাহ অ্যাকাডেমির মুহতামিম মাওলানা ইমদাদুল হক, মাদরাসাতুত তাকওয়ার মুহতামিম মুফতি মাহদি হাসান, আলমডাঙ্গা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা সুহাইল আহমাদ, দারুল ইসলাম নুরানী মাদরাসার মুহতামিম ইলিয়াস আব্দুল্লাহ, ইকরামুল হক, কাজল আহমেদ, মাহফিল উদ্দিন মানিক, নাদিউজ্জামান খান রিজভী, হানিফুজ্জামান বিপ্লব, ইসমাইল হোসেন শিপন, শারজিল হাসান, বেলায়েত হোসেন বিপু, মাহফুজ হোসেন, সংগ্রাম মিয়া, মুসআব নুসাইর প্রমুখ।


উল্লেখ্য, গণগ্রন্থাগার অধিদপ্তর দেশব্যাপী ২০১৮ সাল থেকে দিবসটি পালন করে আসছে। গ্রন্থাগার পেশাজীবী, প্রকাশক ও পাঠকদের দীর্ঘদিনের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালনের সিদ্ধান্ত হয়। ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। তাই এ দিনটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘স্মার্ট গ্রন্থাগার স্মার্ট বাংলাদেশ’।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram