১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিজভী নেওয়াজ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৩০, ২০২৩
245
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটিকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান দু’টি পদে ম্যান্ডেট দিয়েছেন ভোটাররা। পদ দু’টি হচ্ছে সভাপতি ও সাধারণ সম্পাদক।

নবনির্বাচিত সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ মো. রিজভী নেওয়াজ। সভাপতি পদে ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ‘খবর সংযোগ’-এর সম্পাদক শেখ নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চ্যানেল আই-এর বিশেষ প্রতিনিধি শেখ মো. রিজভী নেওয়াজ।

ফলাফল ঘোষণা করেন, পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত। তিনি বলেন, মোট ভোটার সংখ্যা ৩৪৮। এর মধ্যে ভোট দিয়েছেন ২৬৪ জন। সভাপতি পদে ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ নজরুল ইসলাম। অপর প্রার্থী আশীষ কুমার দে পেয়েছেন ৮৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মো. রিজভী নেওয়াজ। একই পদে অপর প্রার্থী সাব্বির নেওয়াজের প্রাপ্ত ভোট হচ্ছে ৮৬টি।


এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে- বদিউজ্জামান ও সেলিনা শিউলি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে- আব্দুল্লাহ মুয়াজ ও আরিফুজ্জামান মামুন, কোষাধ্যক্ষ পদে শাহ নেওয়াজ খান সুমন, সাংগঠনিক সম্পাদক পদে রোজিনা রোজী, দপ্তর সম্পাদক পদে নাসির আহমাদ রাসেল, কল্যাণ সম্পাদক আলিউর আজীম (রাজু), প্রচার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আবু আব্দুল্লাহ আল শাফী।


ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনের সঙ্গে বিজয়ী দুই প্রার্থী শুভেচ্ছা বিনিময় করেন। এরপরই খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যরা ফুলের মালা দিয়ে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে বরণ করে নেন। দুই নেতাকে উপস্থিত সদস্যরা এবং যারা পেশাগত কারণে ভোটগ্রহণ শেষে কর্মস্থলে চলে যান তারা মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

গত শনিবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত (৩০ মিনিট বিরতিসহ) ভোটগ্রহণ চলে। দিনভর জাতীয় প্রেসক্লাব খুলনা বিভাগের সাংবাদিকদের পদচারণায় মুখর ছিল। প্রধান দু’টি পদের চার প্রার্থীর সঙ্গে কুশল বিনিয়ম করে ভোটাররা হাসিমুখে তৃতীয় তলায় মাওলানা আকরাম খাঁ হলে গিয়ে ভোট প্রদান করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram