আলমডাঙ্গা কলেপাড়ায় চোরচক্রের তান্ডবে এলাকাবাসী আতঙ্কিত
আলমডাঙ্গা পৌর শহরের কলেজপাড়ার এক বাড়িতে সঙ্ঘবদ্ধ চোরচক্র তান্ডব চালিয়েছে। ঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে কয়েকটি স্টীলের বাক্স ও আলমারি, কাঠের আলমারির তালা ভেঙ্গে লন্ডভন্ড করেছে। জনশূন্য ওই বাড়িতে মূল্যবান কিছু ছিল কিনা তা জানা যায়নি।
চোরচক্রের এ তান্ডবে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।
জানা যায়, আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার কাজী রডিস আহমেদ সপরিবারে ঢাকায় থাকেন। তার জনশূন্য বাড়িতে রাত্রিবাস করেন পাশের বাড়ির চাচা-চাচি। চাচা চাচি নিজের পরিবারের কাজ সম্পন্ন করে প্রতিদিন রাত ১০ টার দিকে কাজি রডিসের বাড়িতে যান।
প্রতিদিনের মত গত শুক্রবার রাত ১০ টার পর তারস কাজী রডিসের বাড়িতে উপস্থিত হলে দেখতে পান যে, ঘরের তালা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে দেখতে পান ঘরের স্টীলের বাক্স ও আলমারিগুলির তালা ভাঙ্গা। ভেতরের জিনিসপত্র লন্ডভন্ড করা। তবে চাচা লাল কি কি খোয়া গেছে তা বলতে পারেন নি।
এদিকে, এ ঘটনায় পাড়ায় আতঙ্ক বিরাজ করছে।