৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা থেকে মোটরসাইকেল চোরচক্রের দু সদস্য গ্রেফতার: ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২৬, ২০২৩
131
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গায় চোরচক্রের দুজন আটক হয়েছে। এসময় তাদের দেওয়া তথ্যে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

জানা গেছে, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থেকে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের একজনকে আটক করা হয়। পরে গ্রেফতারকৃত আলমডাঙ্গা উপজেলার বকশীপুর গ্রামের মাঝেরপাড়ার রবিউল ইসলামের সাইফুল ইসলাম (২৬)-এর দেওয়া তথ্যে আন্ত:জেলা চোরচক্রের আরেক সদস্য একই গ্রামের স্কুলপাড়ার আব্দুল গনির ছেলে ইমরান হোসেন ইমনকে (২০) গ্রেফতার করে পুলিশ। এরপর এদের তথ্যে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক হাসানুজ্জামান ও চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানে আলমডাঙ্গা থানাধীন বকশিপুর ক হাউসপুর এলাকা থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়। উদ্ধার চারটি মোটরসাইকেল গুলোর মধ্যে ১৫০ সিসির ১টি পালসার, ১২৫ সিসির ১টি ডিসকভার, ১১০ সিসির ১ টি টিভিএস ও ৮০ সিসির ১টি ডায়াং মোটরসাইকেল।

এছাড়ার আলমডাঙ্গা বকসিপুর ও পৌর এলাকার বেশ কয়েকজন জড়িত আছে বলে জানা গেছে। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, চোরচক্রের সক্রিয় সদস্যসহ চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram