১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার এরশাদপুর গ্রা‌মে জুয়া বি‌রোধী অ‌ভিযানে জুয়ার আসর থে‌কে ৭ জন‌ গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২৫, ২০২৩
109
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা থানা পু‌লিশ এরশাদপুর গ্রা‌মে জুয়া বি‌রোধী অ‌ভিযান চা‌লি‌য়ে জুয়ার আসর থে‌কে ৭ জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে। ২৪ জানুয়া‌রি মঙ্গলবার রাত সা‌ড়ে ৮ টার দি‌কে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে এরশাদপুর গ্রা‌মের শ‌রিফু‌লের বা‌ড়ি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে জুয়া‌খেলারত অবস্থায় ৭ জন‌কে গ্রেফতার ক‌রে নি‌য়ে আ‌ছে। জুয়ার আসর খে‌কে নগতটাকাসহ জুয়া খেলার সরাঞ্জাম উদ্ধার ক‌রেন।


জানা‌গে‌ছে, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রা‌মের মৃত ছ‌কিম উ‌দ্দি‌নের বা‌ড়ি‌তে নিয়‌মিত সন্ধ্যার পর জুয়া আসর ব‌সি‌য়ে বেশ ক‌য়েকজন জুয়া খেলা কর‌তো। এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আলমডাঙ্গা থানার পু‌লিশ প‌রিদর্শক একরামুল হোসাঈন নেতৃ‌ত্বে এসআই, সালাউ‌দ্দিন, এসআই দেবা‌শিষ অ‌ভিযান চালান।

এসময় বা‌ড়ির মা‌লিক মৃত ছ‌কি‌মের ছে‌লে শরিফুল ইসলাম (৩৫), একই গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে সাজু বিশ্বাস (৩৭), মৃত শাহাদত হোসেনের ছেলে রাজিব আহম্মেদ ওরফে শিমুল (৩২), আলফা উদ্দিনের ছেলে রাশেদ (৪৫), আতিয়ার রহমানের ছেলে টুকু (৫০), মৃত খবির উদ্দিনের ছেলে কুদ্দুস (৫০), মৃত বাবুর আলীর ছেলে আইনুদ্দিন (৫৮)কে আটক করে। অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে নগদ ২হাজার ২ শ' ৮০ টাকা ও ০২ সেট তাস উদ্ধার করে। এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram