আলমডাঙ্গায় সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক কমিউনিটি ডায়ালগ সেমিনার অনুষ্ঠিত
আলমডাঙ্গায় সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক কমিউনিটি ডায়ালগ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি বুধবার বেলগাছি ইউনিয়ন পরিষদের এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমনিারে বেলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দীকা সোহেলী রশিদ।
এসময় তিনি বলেন, শিশু আইন ২০১৩, বাল্য বিবাহ, শিশু অধিকার ও শিশুদের সুরক্ষা, শিশু শ্রম, শিশুর স্বাস্থ্যসেবা ও পুষ্টি, শিশু পাচার ও নির্যাতন, হিজড়া জনগোষ্ঠী ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে শিশু সুরক্ষায় সমাজসেবার টোল ফ্রি নাম্বার ১০৯৮ এর ভূমিকা ও কার্যকারিতা নিয়ে বিষদ আলোচনা করেন।
সভায় উপস্থিত সকলে শিশুর সুরক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক আবু তালেব। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার সাঈদ হাসান(অঃদঃ)।
ফিল্ড সুপার ভাইজার নাজমুল হাসান পলাশের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব লিমন হোসেন, সমাজসেবা অফিসের উচ্চমান সহকারি মনিরুজ্জামান, ইউনিয়ন সমাজকর্মি খোদাবক্স, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম, মেহেরাজ, ঠান্ডু, শামীম রেজা, বেল্টু মালিথা, তাপসি, মজিরন নেছা, লিলা বিশ^াস, রায়হান, লাল্টু প্রমুখ।