আলমডাঙ্গার ২৮৮ পিস বূপ্রেনরফাইন ইনজেকশনসহ চুয়াডাঙ্গার গুলশানপাড়ার এসিড আলম গ্রেফতার
চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আলমডাঙ্গার কমলাপুর বীজমোড়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৮৮ পিস বূপ্রেনরফাইন ইনজেকশনসহ চুয়াডাঙ্গার গুলশানপাড়ার এসিড আলমকে গ্রেফতার করেছে। ১৭ জানুয়ারি বিকালে গোপন সংবাদেও ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে আটক করে।
জানাগেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ার মৃত বসির মিয়ার ছেলে নূর আলম ওরফে এসিড আলম(৪৫) দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় করে। মাদকের জগতে সে এসিড আলম নামেই পরিচিত। এসিড আলম বাইরে থেকে বূপ্রেনরফাইন ইনজেকশন কিনে নিয়ে এসে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করে।
মঙ্গলবার বেলা ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবার হোসেনসহ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তার নিকট থেকে ২শ ৮৮ পিস বূপ্রেইনরফাইন ইনজেকশন উদ্ধার করে।
এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক দ্রব্য অধিপ্তরের উপ-পরির্দশক সাহারা ইয়াসমিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।