আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য কমানো এবং সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেল ৩ টায় ফায়ার সার্ভিস অফিসের পাশের চাতাল প্রাঙ্গণ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি চাতাল প্রাঙ্গণ থেকে বের হয়ে রাস্তা প্রদক্ষিণ করে আবারো পূণরায় চাতাল সংলগ্নে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা-মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন বন্ধ এবং কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার জোর দাবি জানান।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাহাবুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলি আজগার সাচ্চু।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজেদ হোসেন, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশীদ, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেকুল ইসলাম, বাড়াদি ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লালন, বাড়াদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলি, খাসকররা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজাবুল, ডাউকি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদকের মধ্যে রহিদুল ইসলাম, হাফিজুর রহমান চমক, আব্দুল জব্বার, মাসুদ সালেহ লিপু, আব্দুর রশীদ, আব্দুল রাজ্জাক, আব্দুল হক মিন্টু, আলতাফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক জাহাঙ্গীর হোসেন চৌধুরি, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান হিমেল, উপজেলা ছাত্র দলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসান রিঙ্কু, যুগ্নআহবায়ক রাজু আহমেদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ।