১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ছাত্রলীগ নেতাদের সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষে বর্ধিত সভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১৬, ২০২৩
64
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে উপজেলার সকল ইউনিয়ন ছাত্রলীগ নেতাদের সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি সোমবার আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়ে।

বর্ধিত সভায় উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদশার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সজিব হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব, তপু, হৃদয়, রিয়াদ, রোহান, এসকে শাকিল, শান্ত, মশিউর, মিয়াদ, অন্তুর, রানা, হাফিজুল, শিহাব, রাসেল, কলেজ ছাত্রলীগ নেতা টিটন, জুয়েল, পলাশ, সাগর, নাহিয়ান, রিয়ন, শান্ত, ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসান, শামীম, রনি, রুবেল, শান্ত, আকাশ, আলমগীর, রাহুল, তামিম, ইমরান, মাহাবুব, আসিফ, রুদ্র প্রমুখ।

এসময় ছাত্রলীগ নেতারা বলেন, আলমডাঙ্গা উপজেলার সকল ছাত্রলীগ নেতা কর্মিকে একজন ছাত্রের আদর্শে গড়ে উঠতে হবে। যেন একজন মানুষ দেখলে সে যেন গর্ব করে বলতে পারে তার আদর্শের কথা। সব সময় ছাত্রলীগ নেতাকর্মিদের সাধারন শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে হবে। নিয়মিত ছাত্রদের সাথে নিয়ে আগামীতে ছাত্রলীগের নবজাগরণ ঘটবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram