আলমডাঙ্গায় প্রোডিউসার গ্রুপ ও লাইভস্টোক ফার্মারস ফিল্ড স্কুলের উপকরণ বিতরণ
আলমডাঙ্গায় প্রোডিউসার গ্রুপ ও লাইভস্টোক ফার্মারস ফিল্ড স্কুলের উপকরণ বিতরণ করা হয়েছে। ১৬ জানুয়ারি আলমডাঙ্গা উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রান্তিক খামারিদের নিয়ে গঠিত ২১টি প্রোডিউসার গ্রæপ(পিজি)“র সদস্য খামারিদের প্রশিক্ষণের জন্য এ উপকরণ তুলে দেওয়া হয়।
প্রতিটি পিজিতে ২০ থেকে ৪০ জন সদস্য রয়েছে। উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার আতিকুর রহমান।
উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা বায়েজিদ খন্দকারের উপস্থাপনায় খামারিদের মধ্যে বক্তব্য রাখেন হাজ্জাত আলী, রাসেল পারভেজ, মরিয়ম, রোজিনা, তরিকুল ইসলাম টুটুল। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারি প্রাণী কর্মকর্তা নাসির উদ্দিন, আবুল কাসেম, শহিদুল ইসলাম, মুসাব আলী, এলএসপি দীপক মজুমদার, ইক্তার আলী, ওয়লিদ হোসেন প্রমুখ।
পরে পিজির সভাপতি ও সম্পাদকের হাতে উপকরণ তুলে দেওয়া হয়।