আলমডাঙ্গায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ
আলমডাঙ্গায় ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী সোমবার আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে আলমডাঙ্গা এটিম ফুটবল মাঠে ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠিত হয়।
৮ জানুয়ারি উপজেলার সকল স্কুল ও মাদ্রাসা ভাগ করে ৪টি সাবজোনে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ১২ জানুয়ারি উপজেলা জোনে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমি সুপার ভাইজার ইমরুল হক। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক।
আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও উপজেলা ক্রীড়া শিক্ষক কমিটির সভাপতি মোহাম্মদ আলী সিদ্দীকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, মনিরুজ্জামান, ফজলুল হক শামীম, সিদ্দীকুর রহমান, নুরুল ইসলাম দিপু, আব্দুল হান্নান, আবুল কাসেম মোল্লা, তৈয়ব আলী, মশিউর রহমান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, ক্রীড়া শিক্ষক মহসিন কামাল, জিয়াউল হক, মসফিকুর রহমান, ইয়ার আলী, আব্দুল সালাম, ফারুক হোসেন, সমীর উদ্দিন, গুলশান আরা, আব্দুর রহিম, হায়াত আলীসহ সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।