আলমডাঙ্গার চিলাভাল্কি গ্রামে পূর্বশত্রুতার জেরে শারীরিক প্রতিবন্ধিকে হাতুড়ী দিয়ে পিটিয়েছে
আলমডাঙ্গার চিলাভাল্কি গ্রামে পূর্বশত্রুতার জেরধরে এক শারীরিক প্রতিবন্ধিকে হাতুড়ী দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই গ্রামের হাফিজুল ও বজলুসহ কয়েকজনের বিরুদ্ধে। গত ১৪ জানুয়ারি রাত ৮টার দিকে গ্রামের বাবলুর চায়ের দোকানে বসা অবস্থায় তাকে হাতুড়ীসহ দেশীয় অস্ত্রসন্ত্র দিয়ে মারপিট করে।
জানাগেছে, উপজেলার চিলাভাল্কি গ্রামের মৃত ফকির মন্ডলের ছেলে মোমিন মন্ডল কয়েক বছর আগে সড়ক দূর্ঘটনায় একটি পা ভেঙ্গে পঙ্গু হয়ে যায়। বর্তমানে সে শারীরিক প্রতিবন্ধি। বেশ কিছুদিন একই গ্রামের আলফার ছেলে হাফিজুল হক ও সেন্টু, মৃত মনছের মন্ডলের ছেলে বজলুর রহমান, মনোরুদ্দিনের ছেলে দাউদ শাহ, হাফিজুল হকের ছেলে শিপন, ফজলুর রহমানের ছেলে নুর ইসলামের সাথে নানান বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ১৪ জানুয়ারি রাত ৮টার দিকে বাড়ির পাশের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন।
এসময় মোমিন মন্ডলের সাথে হাফিজুলের কথাকাটাকাটির হলে পূর্ব শত্রæতার জেরধরে মোমিন মন্ডলকে হাতুড়ীসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে। পওে মোমিন মন্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এবিষয়ে মোমিন মন্ডল বাদী আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।