১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় প্রবাসী শান্তর অ‌ভি‌যোগ মিথ্যা দাবী ক‌রে‌ছে রু‌বে‌লের পিতা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১৫, ২০২৩
66
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার আনন্দধামের শহিদুল ইসলাম মাস্টারের ছেলে জাকারিয়া শান্তর উত্থাপিত অভিযোগ সঠিক নয় দাবী করেছেন কালিদাসপুর গ্রামের আজহারুল ইসলাম সেন্টু।


তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেছেন যে, তার ছেলে সৌদি প্রবাসি কামরুজ্জামান রুবেল সৌদিতে নিয়ে গিয়ে জাকারিয়া শান্তকে আল-কাশিম শহরে হাউজ ড্রাইভিংয়ে চাকরীর ব্যবস্থা করেন। তাকে ৩ মাসের আকামার ব্যবস্থাও করেন। কিন্ত শান্তর ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে তিনি চাকরী করতে পারেননি। ৩ মাস পর তার আকামা বাতিল হয়ে যায়।


পরে ওই কোম্পানী বন্ধ হয়ে গেলে আজহারুল ইসলাম সেন্টুর ছেলে রুবেল নিজের কাছে শান্তকে রাখতে চাইলেও তিনি অন্যত্র চলে যায়। তারপরও দ্বায়িত্ব পালনের জন্য রুবেল তার আকামার জন্য টাকা জমা দিয়েছেন। যার কাগজপত্র আমাদের কাছে আছে। উপরন্ত শান্ত আজহারুল ইসলাম সেন্টুর জামাই ফরহাদ হোসেন ও মেয়ে রোজিনা খাতুনকে জড়িয়ে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন। আমার জামাই বিদেশে সরকারী চাকরীতে কর্মরত রয়েছে। অথচ তাকে জড়ানো হয়েছে।

যা অত্যন্ত দু:খজনক। আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও শান্ত নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। যা অত্যন্ত নিন্দনীয়। শান্ত যদি সৌদিতে থাকতে চাই কিংবা দেশে ফিরে আসতে চাই আমরা সব ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু এতোসব কিছু করতে চাওয়ার পরও যদি শান্ত এসব কাজ অব্যাহত রাখে তাহলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন বলে উল্লেখ করেছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram