এশিয়া প্যাসিফিক রিজওনাল“জাম্বরী”তে অংশ নিতে যাচ্ছে আলমডাঙ্গার ৩টি স্কাউট দল
এশিয়া প্যাসিফিক রিজওনাল“জাম্বরী” ২০২৩ এ অংশ নিতে সুযোগ পাওয়া আলমডাঙ্গার ৩টি দলকে আর্থিক সহযোগীতা করলেন বাংলাদেশ স্কাউট আলমডাঙ্গা উপজেলা শাখা। ১২ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে আলমডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসারের অফিসে এ ৩টি দলকে নগদ টাকা তুলে দেওয়া হয়।
এশিয়া প্যাসিফিক রিজওনাল“জাম্বরী”তে অংশ গ্রহনকারী আলমডাঙ্গার ৩টি দল ওসমানপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় স্কাউট দল, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয় স্কাউট দল ও তুষার মুক্ত দল।
আগামী ১৯ জানুয়ারী থেকে ২৭ জানুয়ারী পর্যন্ত মৌচাক গাজীপুর ঢাকায় এশিয়া প্যাসিফিক রিজওনাল“জাম্বরী”র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আলমডাঙ্গার ৩টি দলকে ১৫ হাজার করে ৪৫ হাজার নগদ টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও আলমডাঙ্গা উপজেলা স্কাউটের সভাপতি মো: রনি আলম নূর।
আলমডাঙ্গা উপজেলা স্কাউটের সম্পাদক ও বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা স্কাউটের সহসভাপতি ও আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন স্কাউট লিডার রুবেদুর রশিদ, তন্ময় কুমার বিশ্বাস প্রমুখ।