মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৩ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১২, ২০২৩
74
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
চুয়াডাঙ্গা প্রতিনিধি: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। মাঝারি থেকে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে জেলায়। ৬-১০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা উঠা নামা করছে। বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। প্রতিদিন হ্রাস পাচ্ছে তাপমাত্রা। বৃহস্পতিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.৩ ডিগ্রি সেলিসিয়াস। এ মৌসুমে দেশের ও জেলার সর্বনিম্ন তাপমাত্রা। শৈত্য প্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশায় সড়কে কিছুই দেখা যাচ্ছেনা। সাধারণ মানুষের উপস্থিতি কম।