আলমডাঙ্গা বণিক সমিতির উদ্দ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ
আলমডাঙ্গা বণিক সমিতির উদ্দ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ১১ জানুয়ারী বুধবার সকালে বণিক সমিতির কার্যালয়ে দেড় শতাধিক শীতার্ত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক কামাল হোসেন, সহসভাপতি একে এম এনামুল কবির, কামরুজ্জামান হিরা, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ আলা উদ্দীন, ক্রীড়া সম্পাদক বাবলুর রহমান , ধর্ম সম্পাদক হাফেজ মো: মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক আইয়ুবুর রহমান, সদস্য আব্দুল ওহাব, জসিম উদ্দীন, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন ক্যাপ, ফজলুর রহমান বিশ্বাস, মীর মতিয়ার রহমান, মনিরুদ্দীন, রেজাউল হক তোতা, শফিউল হাসান মিলন ও সিরাজুল ইসলাম।
এসময় সভাপতি ও সম্পাদক বলেন, শীতকালে শ্রমজীবী দরিদ্র মানুষরা খুব অসহায় হয়ে পড়েন। তাদের শীতবস্ত্র কেনার ক্ষমতা নাই। সমাজে যারা আর্থিকভাবে সচ্ছল, তাদের উচিত দরিদ্র মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।