৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গপবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলমডাঙ্গায় কম্বল বিতরণ করলেন দিলিপ কুমার আগরওয়ালা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১১, ২০২৩
63
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলমডাঙ্গা জেহালা ইউনিয়ন, ডাউকী ইউনিয়ন, বেলগাছী ইউনিয়ন ও পৌরসভা এলাকায় কম্বল বিতরণ করেন ডায়মন্ড ওয়াল্ডের স্বত্বাধিকারী দিলিপ কুমার আগরওয়ালা।
দুপুরে ডাউকী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও জেহালায় স্বেচ্ছাসেবক লীগের তত্বাবধানে ও বিকেলে আলমডাঙ্গা শহরে তাঁরাদেবী ফাউন্ডেশনের তত্বাবধানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।


কম্বল বিতরণ করার মধ্যদিয়ে শীতার্তদের মাঝে দিনভর উষ্ণতা ছড়ালেন ডায়মন্ড ওয়াল্ডের স্বত্বাধিকারী সিআইপি দিলিপ কুমার আগরওয়ালা। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং মায়ের নামে প্রতিষ্ঠিত তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।


বিশিষ্ট সমাজকর্মী প্রকৌশলী আবু হাসান মুন্সীর সভাপতিত্বে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি ও কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জানিফ, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম টুকুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন, পৌর সভাপতি মিলন হোসেন, জেলা ছাত্রলীগ নেতা সজল আহমেদ। আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাতের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বেলগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, হারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রাজু আহমেদ, জেহালা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিদুল, সম্পাদক জসিম মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আশাদুল হক, উৎপল, লাল, রিজভী, সাজিদ হাসান রোমিও, ইমরান, আলীম প্রমুখ।


তাঁরাদেবী ফাউন্ডেশনের মীর শফিকুল ইসলামের সভাপতিত্বে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার সাবেক কমিশনার সিরাজুল ইসলাম, সহসভাপতি রহমান মুকুল, তারাদেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, বিশিষ্ঠ ব্যবসায়ী বিজেস কুমার রামেকা, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি ও কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জানিফ। আলমডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক এনামুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন রোকনুজ্জামান লিটু, তারা মিয়া, শেখ শফিউল্লাহ মহন, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম শিলন, আক্কাচ আলী প্রমুখ।


এ সময় দিলিপ কুমার আগরওয়ালা বলেন, চুয়াডাঙ্গা -আলমডাঙ্গা এলাকার জলবায়ু চরম ভাবাপন্ন হয়ে উঠেছে। গরমের সময় প্রচন্ড গরম ও শীতের সময় অত্যন্ত ঠান্ডা পড়ে। বিশেষ করে শীতকালে শ্রমজীবী দরিদ্র মানুষরা খুব অসহায় হয়ে পড়েন। শীতবস্ত্র ক্রয়ের ক্ষমতা তাদের নাই। সমাজে আমরা যারা আর্থিকভাবে সচছ্বল, তাদের উচিত দরিদ্রদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশে সুষম উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের অনগ্রসর জনগোষ্ঠীকে তুলে আনার দায়িত্ব নিতে হবে।


এরপর তিনি স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মিদের সাথে নিয়ে জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ ফুটবলমাঠে জেলাহা ইউনিয়ন এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram