আলমডাঙ্গা মুন্সিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তিনদিন ধরে গাছ কাটার অভিযোগ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত তিনদিন ধরে বিবাদমান জমি থেকে মূল্যবান গাছ কাটা বন্ধ হয়নি। উল্টো ভয়ভীতি দেখিয়ে দোর্দÐ প্রতাপে গাছ কাটার অভিযোগ উঠেছে আলমডাঙ্গার ছোট পুঁটিমারী গ্রামের বাহার আলী ও তার ছেলে রোকনুজ্জামানের বিরুদ্ধে।
জানা যায়, আলমডাঙ্গার মুন্সিগঞ্জের মদন বাবুর মোড়ের অদূরে অবস্থিত সোনাতনপুর মৌজায় ১৪৩৭ দাগে ১ একর ২২ শতক জমির ভেতর ৬১ শতক জমির দখল নিয়ে জেহালার কুতুব উদ্দীন ও একই গ্রামের বরকত উল্লাহর বিরোধ চলে আসছে। বরকত উল্লাহ তার অংশের জমি অনেক আগেই দখলে নিয়ে ঘিরে রেখেছেন! এই অংশে অনেক গাছ রয়েছে।
অন্যদিকে, কুতুব উদ্দীন তার অংশের অনেক জমি পরবর্তিতে অনেকের কাছে বিক্রি করেন। এদের মধ্যে ছোট পুঁটিমারী গ্রামের বাহার আলীর ছেলে রোকনুজ্জামান ও একই গ্রামের রহিদুল ইসলাম কিনেছেন। সম্প্রতি বাহার আলীর নজর পড়ে বড় বড় গাছ সংবলিত বরকত আলীর দখলে থাকা জমির উপর।
তিনি মরিয়া হয়ে উঠেছেন বরকত উল্লাহ্র দখলে থাকা জমি থেকে ছেলের ক্রয়কৃত অংশ বুঝে নিতে। এ নিয়ে আদালতে মামলা চলছে। বরকত উল্লাহ্র আবেদনের প্রেক্ষিতে আদালত জমির উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
বাহার আলী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বরকত উল্লাহ্র দখলে থাকা জমির লাখ লাখ টাকার মূল্যবান গাছ কেটে নিচ্ছেন বলে অভিযোগ তোলা হয়েছে। আদালতের আদেশ আলমডাঙ্গা থানা পুলিশ জারি করলেও তার কর্ণপাত করনেনি। গাছ কাটা অব্যাহত রেখেছেরা।