হাটবোয়ালিয়া সাব জোনে ৫১তম জাতীয় স্কুল ও মাদরাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সাবজোন ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ও কারিগরি সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারী সোমবার সকাল ১০ টার সময় উপজেলা পর্যায়ে জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ ফুটবল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । গত তিনদিন ব্যাপী অনুষ্ঠানের গতকাল ছিল সমাপনী দিন।
সমাপনী দিনে মোট ১৪টি স্কুল অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি নাহিদ হাসনাত সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী। প্রধান বক্তা ছিলেন হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হাজী জিনারুল ইসলাম বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষিকা শরিফুন নেছা, আবুল কাশেম মাষ্টার, আশরাফুজ্জামান নান্নু বিশ্বাস, ইউনিয়ন যুবলীগ সভাপতি মামুন রেজা, ইউপি সদস্য সাহিবুল ইসলাম, বিল্লাল হোসেন কালু, আজাদ আলী বিশ্বাস, উপস্থাপনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকী ও আবুল কালাম আজাদ সহ সকল ক্রীড়া শিক্ষকবৃন্দ।