৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেএস মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৮, ২০২৩
113
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেএস মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারী আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্দ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ হয়।

উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেএস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন। এসময় তিনি বলেন, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের পক্ষ যে শিক্ষা উপকরণ বিতরণ করছে তা এক টাকার হলেও যারা পাচ্ছে তাদের কাছে অনেক দামী। কারণ এটা সবাই পাবে না তোমাদের মধ্যে যারা মেধাবী তারাই এটা পাবেন। সেজন্য আগামীতে সবাইকে ভাল ফলাফল করার চেষ্টা করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সহকারি শিক্ষক আমিরুল ইসলাম, নাসির উদ্দিন, সাইদুজ্জামান, বাবুল আক্তার, হেলাল উদ্দিন, সাহেদ আলী জোয়ার্দ্দার, মামুন অর রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল, পৌর ছাত্রলীগের নেতা আব্দুল্লাহ আল সাকিব, কলেজ ছাত্রলীগ টিটন আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা মহর আলী, করীম,।

উপজেলা ছাত্রলীগ নেতা সজিব হোসেনর উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা তপু, এসকে শাকিল , মামুন, হৃদয়, পৌর ছাত্রলীগ নেতা মশিউর রহমান, ফার্দিন, রোহান, আসিফ, কলেজ ছাত্রলীগ নেতা পলাশ, আশিক, মিয়াদ প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram