৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বিবাদমান জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৮, ২০২৩
67
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গার মুন্সিগঞ্জে কুতুব উদ্দিন গংয়ের বিরুদ্ধে বিবাদমান জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ তুলেছেন বরকত উল্লাহ। ওই বিবাদমান জমির শান্তি শৃঙ্খলা বজায় জন্য আদালতের সরানাপন্ন হয় বরকত উল্লাহ। আদালত উক্ত জমির বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পক্ষদ্বয়কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আলমডাঙ্গা থানা পুলিশকে নির্দেশ দেয়। গতকাল শনিবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ জমির উপর থাকা গাছ কাটা বন্ধ করে দিয়েছে।


জানাগেছে, আলমডাঙ্গা মুন্সিগঞ্জ মদনবাবু মোড়ে আগে বরকত উল্লাহ ও কুতুব উদ্দিন গংয়ের ১ একর ২২ শতক জমি রয়েছে। ওই জমি ভাগাভাগি নিয়ে বেশকিছু দিনধরে দুই পক্ষের মধ্যে বিরোধের চলে আসছে। ওই জমিতে কয়েক লাখ টাকার মোটা মোটা গাছ রয়েছে। কুতুব উদ্দিন গং গত কয়েকদিন ধরে ওই জমির লাখ লাখ টাকার গাছ কাটা শুরু করে। আদালতের নিষেধাজ্ঞা আছে জানালেও তারা তা মানতে নারাজ। গাছ কাটতে নিষেধ করতে গেলে মারধরের হুককি ধামকি দিয়েছে। দুপুরে বরকত উল্লাহ আদালতের কাগজ নিয়ে থানায় হাজির হন। পরে থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়।


বরকত উল্লাহ জানান, ওই জমিতে কয়েক লাখ টাকার মোটা মোটা গাছ রয়েছে। দীর্ঘদিন ধরে জমি আমার দখলে ছিল। আমাকে জোর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে আমি আদালতের সরানাপন্ন হই। আদালতের আদেশ অমান্য করে কুতুব উদ্দিনগং মোটা মোটা গাছ কেটে নিচ্ছে।


এবিষয়ে কুতুব উদ্দিন জানান, ইতোপূর্বে ইসমত আরা বিউটি নামে একজন এই জমি দাবি করে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর গত কয়েকদিন আগে আদালত ওই মামলা থেকে আমাদের অব্যহতি প্রদান করেন। যার পরিপ্রেক্ষিতে আমরা গাছ কাটা শুরু করি। বরকত উল্লাহর জমি অন্যপাশে পড়ে আছে। তার জমিতে সাইন বোর্ড দেওয়া আছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram