আলমডাঙ্গার গড়গড়ি গ্রামে মাদক ব্যবসা বন্ধে গ্রামবাসীর সালিশ বৈঠক
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের গড়গড়ি গ্রামের মাদক ব্যবসায়ীদের রমরমা মাদক ব্যবসায় অতিষ্ট গ্রামবাসী মাদক ব্যবসা বন্ধ করতে গ্রাম্য সালিশ করেছে। গতকাল বিকাল ৫ টার দিকে গড়গড়ি আওয়াল মোড়ে গ্রামবাসী এক সালিশের আয়োজন করে। সালিয়ে গ্রামের কয়েকজনের নাম উল্লেখ করে মাদক ব্যবসা বন্ধ করতে মাদক নির্মুল কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, শনিবার বিকাল ৫ টার দিকে মুন্সিগঞ্জের গড়গড়ি গ্রামবাসীর উদ্দ্যেগে গ্রামের আওয়াল মোড়ে এক সালিশ সভার আয়োজন করে। উক্ত সালিশে গ্রামে মাদক ব্যবসা বন্ধ ও মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশের হাতে তুলে দেয়ার সিন্ধান্ত নিয়েছে। সালিশে গ্রামবাসী বলেন, আরজ আলীর ছেলে আরিফ, মৃত মামদ আলীর ছেলে সাইদুর, মৃত বাবর আলীর ছেলে শিপন, ফন্টুর ছেলে টনি, দক্ষিন গোবিন্দপুরের মৃত ছাত্তারের ছেলে জামাল সাধু, এসের মোল্লার ছেলে তারিক এলাকার চিহৃত ট্যাপেন্টাডল ব্যবসায়ী।
তাদের রমরমা মাদক ব্যবসায় গ্রামবাসী অতিষ্ট হয়ে উঠেছে। মাকদসেবীরা গ্রামের মাঠের পান চুরি, বসতবাড়িতে চুরির ঘটনা হরহামেসা ঘটাছে। নেশার কারণে অনেক যুবক ধংসের পথে ধাবিত হ”েছ। তাদের আর এভাবে মাদক ব্যবসা ও সেবন করতে দেয়া হবে না। গ্রামে মাদক বিরোধী কমিটি করে মাদক ব্যবসা ও মাদক সেবন বন্ধ করা হবে বলে সালিশে সিন্ধান্ত হয়। এছাড়া মাদক ব্যবসায়ীদের তালিকা করে জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে তুলে দেয়া হয়। তবে অভিযুক্ত আরিফ দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, আমি মাদক ব্যবসার সাথে জড়িত নেই। আমার প্রতিপক্ষ আমাকে সমাজের চোখে হৈয় পতিপন্ন করার জন্য আমার নামে মিথ্যা অভিযোগ করছে।
এ সালিশে উপসস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান শিলন, গ্রাম্য মাতব্বর সিদ্দিক আলী, হাসিবুল ইসলাম, জসিম মেম্বর, মুছা মন্ডল, আযুব আলী মন্ডল, রেজাউল মন্ডল, রাহেন মালিথা সহ গ্রামের কয়েকশত গ্রামবাসী।