আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ারা ভুক্ত ১৯ জন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ারা ও সাজা পরোয়ানা ভুক্ত ১৯ জনকে গ্রেফতার করেছে। ৫ জানুয়ারি বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে।
গ্রেফতার কৃতরা হলেন, উপজেলার নাগদাহ ইউনিয়নের চিলাভাল্কি গ্রামের মৃত খেদের আলী সরদারের ছেলে রায়হান আলী, রায়হান আলী সরদারের ছেলে নাসির উদ্দিন সরদার, একই গ্রামের মৃত বাশী সরদারের মেয়ে আমেনা খাতুন, একই ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের দমদমপাড়ার হাবিবুল ইসলামের ছেলে আলমগীর হোসেন,জামজামি ইউনিয়নের আলী হোসেনের স্ত্রী রোজিনা খাতুন, বাড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের মৃত গৌর চন্দ্র ঘোষের ছেলে শ্রী সন্যাসী ঘোষ, জেহালা ইউনিয়নের মৃত মাহাজামালের ছেলে মিল্টুন, খাসকররা ইউনিয়নের রায়সা সানবান্দপাড়ার বিশারত আলীর ছেলে সাইফুর রহমান, হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের নতুনপাড়ার কুদ্দুস আলীর ছেলে স্বপন আলী, গাংনী ইউনিয়নের সুজাউদ্দিনের চার ছেলে মিঠু, কামরুল, সেলিম হোসেন ও সামসুল হক, মৃত শাখাওয়াত হোসেনের ছেলে আবুল হোসেন, সাহাবুদ্দিনের তিন ছেলে আব্দুল হাদি, হাবিবুর রহমান, হুমায়ন কবীর, ছেলে সুমন, মৃত কালূব্বারীর ছেলে শাহাবুদ্দিন।
এদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা আদালতে ও আলমডাঙ্গা থানায় মামলা হয়। ওই সকল মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এদের মধ্যে ৩ জনকে আদালত মামলার বিচার শেষে সাজা প্রদান করেছে। বাকি আসামীরা আদালতে হাজির না হওয়ার গ্রেফতারী পরোয়ারা জারি করেছে। বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশের কয়েকটি টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে এসে আদালতে সোপর্দ করেছেন।