১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মাস্টার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৬, ২০২৩
75
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মাস্টার। ৫ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।


জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়ার মরহুম আলী আহমেদের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মাস্টার(৮২)। তিনি এনায়েতপুর বাড়াদি আলহাজ¦ মীর খুস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালাহউদ্দিন আহমেদ গিলবাটের পিতা। ১৯৭১ সালে তিনি জীবনবাজী রেখে পাক হানাদার বাহিনির সাথে যুদ্ধ করে এ দেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন। স্বাধীনতার পর পরই তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি দীর্ঘদিন কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক ছিলেন। ২০০১ সাথে চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। অবসরের পর থেকে তিনি বাবুপাড়ার নিজ বাড়িতেই থাকতেন। বেশ কিছুদিন আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এরপর চিকিৎসা গ্রহণ করে কিছুদিন ভালই ছিলেন। কয়েকদিন আগে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ জানুয়ারি বেলা ৩টার দিকে মৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃত্যু বরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্রসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।

৬ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা ময়দানে গার্ড অব অনার প্রদানের পূর্বে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সন্মানে পুষ্পমাল্য অর্পণ করেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) রেজওয়ানা নাহিদ ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। পুষ্পমাল্য অর্পণের পর আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের চৌকস পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহাবুদ্দিন আহমেদ সাবু,বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমুখ। গার্ড অব অনারের পর জানাযা নামাজ শেষে দারুস সালাম কবরস্থানে দাফন করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram