৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় আধুনিক সুবিধা সম্বলিত নতুন চেম্বার উদ্বোধন করেছে মডার্ণ ডেন্টাল সার্জারি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৬, ২০২৩
165
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় আধুনিক সুবিধা সম্বলিত নতুন চেম্বার উদ্বোধন করেছে মডার্ণ ডেন্টাল সার্জারি। চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বৃহস্পতিবার নতুন চেম্বার ভবন উদ্বোধন করেন।

দীর্ঘ বছর ধরে পাশের ভবনে চিকিৎসাসেবা দেওয়ার পর মর্ডার্ন ডেন্টাল সার্জারীর চিকিৎসক সহকারী অধ্যাপক আব্দুল হান্নান নিজস্ব ভবনে উঠলেন। ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল হান্নান।

দীর্ঘ বছর ধরে আলমডাঙ্গা কলেজমোড়ে মডার্ন ডেন্টাল সার্জারি চেম্বারে সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। বহু দূর দূরান্ত থেকে দাঁতের চিকিৎসার জন্য রোগীরা তার চেম্বারে চিকিৎসা সেবা নিতে আসেন। সম্প্রতি তিনি চেম্বারের জন্য শহরের সুপরিচিত দারুস সালাম মসজিদ সংলগ্নস্থানে ৩ তলা ভবন নির্মাণ করেন। ডেন্টাল সার্জারির জন্য আধুনিক যন্ত্রাদি সম্বলিত ভবনটি ৫ জানুয়ারী উদ্বোধন করা হল।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, উপজেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী আহসান উল্লাহ, মডার্ণ ডেন্টাল সার্জারীর কন্সালটেন্ট ডাঃ আবু সায়েম রাহাত, ডাঃ মোঃ তানভীর আহমেদ।

পরে বাদ আছর চেম্বারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন দারুস সালাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আবু সুফিয়ান। মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাউদ্দিন কাদির টিপু, হারদী এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক মকবুল হোসেন, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, রুবেল, কাজী সজিব, আনিসুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram