দলিয় অফিস ভেঙ্গে আগুন জালাতে নিষেধ করায় ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদকে পিটিয়ে আহত
বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার কাঁটাভাঙ্গায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে পিটিয়ে যখম করেছে।
জানা গেছে গত বুধবার রাত ৮ টার দিকে কাঁটাভাঙ্গা স্কুল পাড়ার আঃলীগের দলিয় অফিসের চাটায় ও বাঁশ ভেঙ্গে আগুন জালায় কিছু যুবক।
কয়েকদফা চাটায় ভেঙ্গে নিয়ে যাওয়ার কারনে নিষেধ করে বাড়াদী ইউনিয়ন আওয়ামিলীগের ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ খিজিরুল ইসলাম এ সময় তার সাথে তর্কে জড়িয়ে পড়ে মিন্টু বিশ্বাসের ছেলে মামুন।
বাকবিতন্ডা চলতে থাকে সেখানে অনেক মানুষের উপস্থিতির কারনে বিষয়টি সেখানেই থেমে যায়।
সে সময় তেমন কিছু না হলেও খিজিরুল ইসলাম অফিস থেকে বাড়ির উদ্দেশ্য রওনা দিলে রাস্তার মধ্যে মামুন সহ তার সহপাঠীরা বেধড়ক মারধর করে খিজিরুলকে। এতে খিজিরুল ইসলাম ঘটনাস্থলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারদী হাসপাতাল নিয়ে যায়।
এ বিষয়ে খিজিরুল ইসলাম জানায়, আমি বাড়ির দিকে যাচ্ছিলাম হঠাৎ করে আমার উপর হামলা করে মামুন ও তার বন্ধুরা মিলে আমি জানতাম না মামুন আমাকে রাস্তার মধ্যে মারবে।
স্থানীয়রা জানায় বেশ কিছু দিন যাবৎ এই ছেলে গুলো অফিসের চাটায় ও বাশ গুলো ভেঙ্গে আগুন জালায়। বলতে গেলে মারমুখী আচরন করে তাই কিছু না বলাতে অফিসটি পুরো ফাকা হয়ে গেছে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ মনসুর আলী বলেন, আজকে বড়দের ধরে মারধর করছে কালকে আরেকজনকে মারবে এতে করে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে তাই দলীয় ও প্রশাসনিক সহযোগিতা আমাদের একান্ত কামনা।
এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলার প্রস্তুতি চলছিলো বলে জানায় সম্পাদক খিজিরুল ইসলাম।